এটি হল একটি মানব কল্যাণ সংস্থাে। এর প্রাথমিক লক্ষ হল মানুষের রক্তের সংকট দূর করতে সাহায্য করা। এটি তৈরী করার উদ্দেশ্য মানবতার সেবার মাধ্যেমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
আলহামদুলিল্লাহ সর্ব প্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি মানুষের কল্যাণের জন্য এই ওয়েব সাইটটি তৈরী করার তৈফীক দিয়েছেন। এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এটা মানবতার কল্যাণের জন্য কবুল করে নেন আমিন।
আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচারণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপণীত হয়, তবে তাদেরকে উফ’ বলো না এবং তাদেরকে ধমক দিয়ো না। আর তাদের সাথে সম্মানজনক কথা বল। (আল কোরআন,বনি ইসরাইল, ১৭:২৩)
উপরক্ত আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, আল্লাহ তাআলার হকের পরেই পিতামাতার হক। তাই আমি এই ওয়েব সাইটটি আমার পিতা মাতার নামে উৎসর্গ করছি।